হীরক বন্দ্যোপাধ্যায়ের দুটি কবিতা


বেলুন 

আমাদের হাতে আজ তৃতীয় বিশ্বের সাক্ষরহীন বেলুন, সারস কিংবা হাঁস হয়ে পার হচ্ছে
টান টান লাভাস্রোত
ডানাগুলি গলে গলে পড়ছে অনুর্বর মাটির গভীরে, অধরা কথা গুলি আজ এসো
এসো মধুমাস
আলোর ঝুলবারান্দা
এই পৃথিবী আমাদের,আমাদের ঘাম ও অশ্রু নিয়ে রঙিন সকাল নিশ্চিত নিয়ন্ত্রিত
নিশ্চিন্দে জাবর কাটার দিন
শেষ হয়ে গেছে কবেই
তুমি এসে বারবার শুধরে
দাও আমাদের ভুলভ্রান্তি
আমাদের সহযোগী গমনপথ...

সুরাসুর

বুকের উপর মুখ রেখে ঘুমিয়ে পড়েছো
জেগে দেখো কতদূর পৌঁছনোর পর কাছে এল
হত্যার সীমানা,যারা এখনও জীবিত
তারা হয়তো লাশ হবে কাল
তাই আজ সকাল সকাল,সকাল সকাল
সকলের কাছে ঋণী তুকারাম
কবীর মান্টো কাউকে ভুলিনি
গোপনে আরতি করি
ভিড়ে তো মিশে থাকে সমস্ত মুখ ও মুখোশ
আর জল গড়াতে থাকে বহুদূর
না আমি অক্ষত আছি
জীবিতের ধর্ম বুঝি বহুস্বরে সুরাসুর...

কবি হীরক বন্দ্যোপাধ্যায় 
মালঞ্চ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান





1 Comments