অভিষেক ঘোষের দুটি কবিতা


প্রতিকল্পের খোঁজে
           
জীবনে অম্লজান তুমি, আবেগের শান্তিনিকেতন।
তোমার অনুপস্থিতি, পোড়ায় এ পাপ-দেহ-মন।

শ্রাবণের ধারা-পাতে, অক্ষরমালা ভিজতে থাকে,
ক্লান্ত কবি ক্ষান্ত দেয়, পান্ডুলিপি সরিয়ে রাখে।

বাষ্পাকুল নতনেত্রে, ভানুসিংহ কথা বলে,
অলস যত দ্বিপ্রহরে, 'ছিন্নপত্র' পড়ে চলে।

থাকুক ছন্দ পরমানন্দ 'গীতবিতান' জুড়ে,
আমরা সেই কবেই ফেলেছি, সহজপাঠ ছুঁড়ে!

সমুদ্রস্নানে যে তৃপ্তি আছে, রবীন্দ্রগানে-ও তাই,
তাই তো কেবল ঘুরে-ফিরে,তোমাতেই ফিরে যাই!

নবমাতার প্রতি

তাকিয়ে তুমি দেখতে যখন শীতল অহংকারে,
ওগো সম্মোহিনী, প্রণয়-ছন্দ ভাঙত বারেবারে ।

খিদে পেয়েছে, দৃষ্টি যখন মাতৃস্তন্যটিতে,
ছোট্ট শিশুর বায়না ভোলাবে রবীন্দ্রসঙ্গীতে ।

কখনও রাতের অপেক্ষাতে, অলস দু-হাত ভুলে,
জড়িয়ে তোমায় চাইতো ধরতে বন্য ক্রীড়াচ্ছলে ।

হয়তো তখনও ঘুমিয়ে তুমি কাদা,
চিকণ গ্রীবায় চাঁদের আলো সাদা ।

বুকের উপর পেখম মেলে উড়ন্ত দুটো ময়ূর,
অনিবার্য আকাঙ্ক্ষাতে সইতো না আর সবুর ।

অবুঝ শিশু, বুঝতো না তো কিছু
ককিয়ে কেঁদে, দেখতো আগুপিছু ।

বাবা-ও আছে, মা-ও আছে, সুখী পরিবার,
দুই পারে দুই মানব-জমিন, অপেক্ষা অনিবার ।

কবি অভিষেক ঘোষ 
কসবা, কলকাতা, পশ্চিমবঙ্গ

















0 Comments