হামিদুল ইসলাম🔸দক্ষিণ দিনাজপুর🔸
এক একটি সম্ভাবনা
আমাকে ঘিরে জড়িয়ে থাকে রাতদিন
বন্ধ বাগান বাড়ি
তালা দিই চিলেকোঠার ঘরে
তালা ভাঙে
বিভৎস দানব মাথার উপর রাখি ছাদের কার্ণিশ ।।
রোদে রোদে মৃত্তিকা সব
শুকিয়ে কাঠ
মৃত্যুঞ্জয়ী আশাগুলো আকাশ পাড়ি দেয়
অমল রাত
বাতাসে ভাসে তার গন্ধ
রাতের রজনীগন্ধা ধর্ষিতা প্রতিদিন
ভ্রূণগুলো নিঃসাড় নৈঃশব্দের গর্ভকোষ ।।
আলোয় আলোকিত বৈশাখী সকাল
কৃষ্ণচূড়া ভাঙে আলস্যের ডালপালা
শিশুরা দাঁড়িয়ে থাকে ঝুল বারান্দায়
গরম ভাতের গন্ধ ভাসে বুকের ভেতর
হারানো জমিনে বুকে রাখি মমতা এক আকাশ ।।
কবি হামিদুল ইসলাম
0 Comments