তোমার জন্মদিনে
শান্তনু গুড়িয়া
ঘুরেফিরে ফি বছরে এই দিনে একবার অন্তত কোট করব তোমারে
হে মি: ঠাকুর
গলায় আমার ভর করে থাকো যে নিত্য
ছুঁড়ে ফেলতে বা ঝেড়ে ফেলতে পারেনা এ চিত্ত মিতরোঁ
আমার পরান যাহা চায় বলে কথা
ভালোবেসে সখী ধরেছি মুঠোয়
কবিয়াল মদ ঢেলেছি গলায়
হে প্রিয় মাফ করো হে সুড়সুড়ি প্রচুর
তোমাকেই ভাঙি তোমাকেই খাই
তোমাকেই চাটি তোমাকেই গাই
ভরপুর তোমার নেশায় চুর
তোমাতে আমাতে এই প্রাণের খেলায়
ভেসে যায় প্রহর গানের ভেলায়
তুমি দেখো তুমি হাসো হা হা নিশ্চুপে স্মরণ করি জন্মদিন ফুলমালা আর ধূপে...
কবি শান্তনু গুড়িয়া
বেড়াবেড়িয়া, বাগনান, হাওড়া
0 Comments