কিছু কথা ৩ ~ তীর্থঙ্কর সুমিতের কবিতা


কিছু কথা ৩
তীর্থঙ্কর সুমিত

নৌকো বাঁধা আছে ঘাটে
অবনীর দরজায় তালা ঝুলছে
রাস্তাটা মোটেও সোজা নয়
পথ দেখার অভীপ্সা সকলের
যত এগোই তত গভীর ক্ষত
মনে হয় সব নয়ের নামতায় বিয়োগ বসেছে
সেজে উঠেছি আমি,তুমি,প্রত্যেকে
কেউ শিকি কেউ আধুলি কেউ ...
গান গেয়ে যায় বাউলে

অবনী আজ চির নিদ্রায়
তালাটা আজও ঝুলছে দরজায়।

কবি তীর্থঙ্কর সুমিত
মানকুন্ডু ব্রাহ্মণ পাড়া, পশ্চিমবঙ্গ 

















1 Comments