
রমণগামী মৃত্তিকা
নবনীতা সরকার
লেখার ভেতরে প্রবেশ করলেই
কয়েকটা হাত ছেঁকে ধরে আমার
গলা থেকে ঊরু...
আঘাতে ভেঙে যাওয়া কাঁচ এর মত
ঝাপসা লাগে চোখ।
লেখার ভেতরে প্রবেশ করলেই শুনতে পাই
অসংখ্য ক্রন্দন রোল,চিল চিৎকার,মিটিং মিছিল।
তারপর হঠাৎ নিস্তব্ধ চরিদিক
যোনির ফাটল থেকে বেরিয়ে আসে
নিষ্কাম শীতলতা,দেখি-
সন্তানের নাভীতে সদ্য প্রস্ফুটিত
আামি, রমণগামী
মৃত্তিকা।।
0 Comments