নিমাই জানার কবিতা


নাভিজ্বর
নিমাই জানা

নাভি পুড়ে গেলে জ্বরের নিরাময় হয়ে এসো জলপটির উপর

নরম আঙ্গুলের স্পর্শে জ্বরের সংক্রমণ উড়ে যাচ্ছে নাভি বিন্দু দিয়ে
ক্রমশ হারিয়ে ফেলছি সকল মায়াময় সংসার যোগ
ছিন্ন হয়ে যাচ্ছে সকল বন্ধন , ঋষির মত যোগাসনে নিমগ্ন আধপোড়া শরীর আমার বগলের তলার পারদ মেপে যায় ফারেনহাইট ডিগ্রিতে
মাথার কাছে গভীর অসুখের দিনে ও অ্যালজোলামের উপশম খুঁজে লাটাই ছেঁড়া একটা ঘুড়ি
আসলে ঘুড়িটি কেউ নয় ঘুড়িটির ভেতরে উবু বসে আছে আমার মা

যে রক্তাল্পতা খুঁজে নিচ্ছে আমার চোখের তলায়

কবি নিমাই জানা
রুইনান, সবং, পশ্চিম মেদিনীপুর



2 Comments