আবদুস সালামের দুটি কবিতা




আবদুস সালাম🔹মুর্শিদাবাদ🔹



জীবনের ঘ্রাণ


ছাই রঙা সংসার পেতেছি রাস্তায়
শ্বাস প্রশ্বাসে গুঞ্জরণ তোলে কালো ধোঁয়া
বাতাসের অম্লগন্ধ মাতায় ডোরাকাটা জীবন
জংধরা জীবনে চুপ করে আছে বিপন্ন  শূন্যতা

অপুষ্টির আহ্লাদ মেখে ঘুম খেলা করে
পান্ডুর জীবন খুঁজে চলেছে একটা শুভ্র সকাল

সভ্যতার পেন্ডুলাম বেজে চলেছে ঢং ঢং করে

আগামী দিনগুলো বিচ্ছিন্নতাবোধের সাজানো জলসাঘর

যন্ত্র নির্ভর সভ্যতা চেটে নেয় জীবনের ঘ্রাণ
ভাঙা ভালবাসা শুয়ে আছে নিথর বিছানায়
আমাদের ভবিষ্যনিধি লিখছে বিবস্ত্রইতিহাস



অমূলক


বিপন্নতার ব্যান্ড বাজছে তারস্বরে
অভিনীত হচ্ছে উলঙ্গ রাজার কথাকলি

পোশাক বিহীন আকাঙ্খারা তীব্র লডাইয়ে মগ্ন
কি জন্য লড়াই ?
কার জন্য লড়াই ?
আমরা কেউই জানিনা---
অজানা লডাইয়ের ময়দানে ক্রমাগত হয়ে উঠি হিংস্র
ছিঁড়ে ফেলি আমাদের পোশাক 
খেয়াল করিনা কখন খুলে গ্যাছে পরনের কপনিটুকুও

হত্যার নেশায় হত্যা করি
আর্তনাদ শুনতে দারুণ লাগে
অবগাহন করি আর্তনাদের ফোয়ারায়
কে শোনে কার কথা
ওরা কোন জাত নিজেই জানেনা
বিপন্নতার ব্যান্ড বাজছে তারস্বরে---

খুলে পড়ছে প্রেমের পোশাক
আর্তনাদের ফোয়ারায় ভাসছে মানব জীবন
ঈশ্বর না দেখার ভান করে দেখছে মানুষের মনুষ্যবিহীন ঝংকার
বিপন্নতার ব্যান্ড বাজছে তারস্বরে...

অবশিষ্ট কোনও কাপড় নেই যা দিয়ে অন্ততঃ শেষ যাত্রার কফিন টুকু হবে --

0 Comments