লাশ






     সব্যসাচী বাগ🔹শ্রীপল্লি,পূর্ব বর্ধমান🔹



সেই কবে...
খুন হয়ে গেছি আমি 
ঘাতকের নিপুন আঘাতে 
কামনার শিখা প্রতি রাতে
দগ্ধ করেছে মৃতদেহ 
চিতা ভস্মের সাথে ভেসে গেছে
যত অভিলাষ 
আমার শোবার ঘরে
ধূলি ধূসরিত পড়ে আছে 
স্বপ্নের লাশ...
তবু পথে-ঘাটে সকলেই 
জেনে নিতে চায় কুশল আমার 
আর আমি সাবধানে
হাসি দিয়ে ঢেকে রাখি
আমার জীবন্ত লাশ


0 Comments