ভোকাট্টা




       তীর্থঙ্কর সুমিত🔸মানকুন্ডু, হুগলি🔸


হয়তো ভুলে যাবো
টিকে থাকার লড়াইয়ে আমরা সবাই
পা বাড়িয়েছি
হয়তো ভুলে যাবে
জীবনের এক একটা ধাপে
ত্রিভুজ - চতুর্ভুজ - বৃত্ত
সবই হাত ধরে শেখা
অথচ সেই হাতেই আজ...

ঘুড়ি উড়ছে

আমরা সমস্বরে ভোকাট্টা--


                     কবি  তীর্থঙ্কর সুমিত

0 Comments