অর্পণ কর্মকারের ছড়া



এই ছড়া তুই

ই ছড়া তুই নতুন জামায়
নতুন ফুলে,সবুজ ঘাসে 
ঠিক মতো তুই না দিস ধরা
খুকির বেনি,দাদুর তাসে
শাকমাসিটার বেতের ঝুড়ি
মুড়ির থালায়,ছড়ার ঝাঁপি 
পুকুর জলে ঝাঁপ দে ছড়া
পুকুর জুড়ে দাপাদাপি 
এই ছড়া তুই ঘুম এনে দে 
একটু ঘুমাই ছড়ার খাটে
ছড়াই তবু জাগিয়ে রাখে
এই ছেলেটা ছড়াই ঘাঁটে 
হোকনা ছড়া যেমন তেমন
হোকনা ছড়া বাউণ্ডুলে 
ঘুমিয়ে গেলেই এ ছেলে টা
    
ঢুকবে ছড়া ঘুমের দেশে।।

ছড়াকার অর্পণ কর্মকার 
২ নং ধোবাপাড়া লেন, শ্যামলাল রোড, পূর্ব বর্ধমান 














0 Comments