শ্রীপর্ণা দে'র অণুগল্প
শ্রীপর্ণা দে
আজ সকালে বকুলের মৃতদেহ বাড়ি থেকে বেরিয়ে গেল।তাই অনিতার মন ভারাক্রান্ত। স্ত্রী নিরুদ্দেশ হওয়ায় চার বছরের মেয়ে অনিতাকে মাতৃত্বের স্বাদ দিতে অরিন্দম দ্বিতীয় বিয়ে করে। বছর পাঁচেক যেতেই মাতৃত্বের স্বাদ তো বহু দূরের কথা, নিজের বাড়িতে সে তার অধিকারটুকুও হারাতে শুরু করে। বাবা, সৎ মা, সৎ মাসি এমনকি সৎ ভাই দেবুরও সে চক্ষুশূল। অনিতার আপনজন বলতে শুধু আয়া বকুল।এতদিন বকুলই তাকে স্নেহের আঁচলে সমস্ত ঝড়ঝাপটা থেকে ঢেকে রেখেছিল।
সাতাশ বছরের অনিতার কাছে বকুলের পরিচয় ছিল বেতনভুক আয়ার। রাত্রে হঠাৎই বাবার ডায়েরি থেকে অনিতা জানতে পারে যে বকুলই তার হারিয়ে যাওয়া মা, তার একান্ত আত্মজন। তেইশ বছর অজান্তেই অনিতা মাতৃত্বের স্বাদ পেয়ে এসেছে। সকলের অগোচরে মাতৃবিয়োগে অনিতার দুচোখ জুড়ে ঘোর বর্ষা নামল।
0 Comments