সুব্রত মাইতির কবিতা


সুসময়

দেখি আজ বেশ রকম সকম
মাজছে বাসন কর্তা বেদম ৷
দেখি আজ ঘরে অফিসের কাম
ভাবছে গিন্নি লেখাবে সে নাম ৷
দেখি আজ অন- লাইনে শিক্ষা 
একা একা পাঠে দিচ্ছে দীক্ষা ৷
দেখি আজ নেই প্রাইভেটকার
যানজট দূষণ ভূষণ যার ৷   
দেখি আজ নেশা কেটে ফেটে জল                     
ঘরে ঘরে নেই দাঙ্গা বা খল ৷
দেখি আজ লোভ পথের ধুলায় 
অহমিকা রাগ সাথেই লুটায় ৷
দেখি আজ স্বাস্থ্যে বিশেষ জোর
ধর্মের চেয়ে বিজ্ঞানে ভোর ৷ 
দেখি আজ সবুজ গাছগাছালি
নেই কাটার কেউ কোথা পালালি ?
দেখি আজ কাছিম আবার তীরে
নেচে ডলফিন ও আসছে ফিরে ৷
দেখি আজ পলাশ আগুন খেলে
ঝাঁক বেঁধে ঝাঁক বক ডানা মেলে ৷
দেখি আজ মৃদু দখিনা বাতাস
ধূলি ধোঁয়াহীন মুক্ত আকাশ  ৷
দেখি আজ রোদ ঝলমলে খুব
ঘুচবে আঁধার কী মুগ্ধ রূপ ৷৷

কবি সুব্রত মাইতি
বাদলপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ 

















0 Comments