সে প্রেম পবিত্র~ প্রেমাংশু শ্রাবণের কবিতা


সে প্রেম পবিত্র
প্রেমাংশু শ্রাবণ

নাভিপদ্মে মেলেছে প্রেমের পাপড়ি
শিশিরবিন্দু লুকিয়ে লুকিয়ে চেটে নিচ্ছে
সে প্রেমের সুস্বাদু নির্যাস।

সূচনায় আবেদনের ইচ্ছাপত্র---
আমিও পাঠাই বসন্ত সকালে।

হারিয়েছি মন,ভেঙেছে হৃদয়ের তান
সে প্রেম থেকেছে অধরা
জোটেনি তাৎক্ষণিকও দেখা

আমরা মানুষ-পাপী আত্মা।
সে প্রেম পবিত্র
পবিত্র পাত্র ছাড়া নিজেকে করে না অর্পণ।

কবি প্রেমাংশু শ্রাবণ 
যশোর, বাংলাদেশ





0 Comments