বিদ্যুৎ মিশ্র'র কবিতা
ব্রাত্য
বন্ধ দরজার ওপাশে ঘুপচি ঘরের একটা
আলাদা গন্ধ থাকে;
কতো মন খারাপের সাক্ষী দিতে দিতে
বিবর্ণ ওই পাঁচিলের পাশে
মাকড়সার জাল জেনে গেছে
মানুষের মন বড়ো বেহায়া।
যেমন বিকেলের রশ্মিচ্ছটায়
আঁধার নেমে আসে ধুলো মাখা
বারান্দার কোণে,
সারাদিনের ক্লান্তি বয়ে তপ্ত মেঝে
একটু একটু করে ঝুঁকে পড়ে
বাগানের শিমুল গাছটার পাশে।
রাতের প্রহর বাড়লে আরও
রহস্যময়ী হয়ে ওঠে সেই ঘুপচি ঘর।
দিনের আলো ব্রাত্য সেখানে।
0 Comments