শেষ শোকসংগীত ~ গোবিন্দ মোদকের কবিতা


গোবিন্দ মোদকের কবিতা

শেষ শোকসংগীত

মোহময় এক অন্ধকার 
ভেলভেটমসৃণ প্রতিটি খাঁজে 
লুকিয়ে রাখে বিশ্রম্ভালাপ, 
অগুন্তি নক্ষত্রপতনের শব্দ শুনতে শুনতে 
ক্লান্তি জাগে ভাবনায়, 
তবুও এই ভালো –
আলোর বিপ্রতীপে থেকে 
আজানুলম্বিত অভ্যাসের প্রতিপালন 
অথবা দু’চোখে ঠুলি না বেঁধেও 
নিশ্চিত অন্ধকারযাপন। 

কিন্তু এটাই শেষ কথা নয় 
একদিন আলোর প্রহর 
নিশ্চিত ছিন্ন করবে অন্ধকারের পর্দা 
আর যাপিত জীবনের প্রতিটি কন্দরে
বেজে উঠবে ব্যর্থতার গান 
অথবা অতলান্ত কোনও শোক-সংগীত।

কবি গোবিন্দ মোদক 
রাধানগর, কৃষ্ণনগর, নদিয়া













0 Comments