আঁচল ~ অভিনন্দন মাইতির কবিতা


আঁচল 
অভিনন্দন মাইতি

তোমার রাধাচুড়া আঁচল ছায়ায় 
নাম গোত্রহীন লতার মতো ঝুলে থাকি।

লতা হতে অভিযোজিত হয়ে  আমার সুতোয় রূপান্তর।চুপসারে...

মসলিন সুতোর তন্তুতে ব‍্যাঙের আঠা---শীৎকার।
খোলস ছেড়ে খাজুরাহে 
                             নরনারায়ণ ভাস্কর্যে প্রমত্ত!

সুতোয় বাঁধা ফাতনা।
স্মৃতিরাকা সাঁতার দিলে হু হু জল।

তোমার রাধাচুড়া আঁচল ছায়ায়
নাম গোত্রহীন লতার মতো ঝুলে থাকি।

বর্ষাবকুল ঝরে আঁচল আঙিনায়...

কবি অভিনন্দন মাইতি 
লুটুনিয়া, সবং, পশ্চিম মেদিনীপুর





 

0 Comments