সুজিত রেজের কবিতা



স্মৃতি 

ব স্মৃতিই  আকাশে-বাতাসে-অবকাশে ফ্যাকাশে বীজাণুর মতো  উড়ে বেড়ায়। তার ডানা থেকে নিয়ত বাবলা আঠা নিঃসরণ।

স্মৃতির খুচরো সঙ্কট নেই। ছোটো এক টাকার কয়েনও পর্যাপ্ত।

স্মৃতি আলোচালের মতো গন্ধবিধুর। যে-গন্ধে প্রতিটি  মধ্যরাত্রি পৃথুল।

কৈশোর-স্মৃতির রেখাচিত্র চলনবিলের নৈর্ঋত কোণে পা ছড়িয়ে বসে থাকে।

মৃত্যুর পাখায় স্মৃতির রামধনু- আলোয় জীবনের মায়াঘোর মঞ্চস্থ হয়।

সজল স্মৃতি শিশিরের পাপ ধুয়ে দেয়।

কবি সুজিত রেজ
                        চুঁচুড়া, হুগলি, পশ্চিমবঙ্গ











1 Comments