বর্ণজিৎ বর্মনের কবিতা


জমানো যন্ত্রণা গুলো উড়িয়ে

হেমন্তের মেঘের সাথে 
জমানো যন্ত্রণা গুলো উড়িয়ে দিলাম 
অনেক দিন পর আমার প্রাইমারি স্কুলের
পাশ দিয়ে যেতে যেতে দেখি তিনটে চপের দোকান আর দুটি মুদিখানা 

ওই মুদির দোকান থেকে কাঠপেন্সিল  কিনে
নিখিলের ছবি আঁকতাম 

ঘড়ির দিকে তাকিয়ে দেখি 
সোয়া দশটা বেজে গেছে 

একে একে শিশু ছাত্র স্কুলে ঢুকছে 

মনে পড়ে যায় 
সেই ছোটবেলার পিঠে
বেতের সে কি মার 

এই ভাসমান ছবি গুলি 
আমার জমানো যন্ত্রণা গুলো উড়িয়ে দিল 
প্রকান্ড বটের সবুজ রঙের দিকে

কবি বর্ণজিৎ বর্মন 
গোসানিমারি, কোচবিহার, পশ্চিমবঙ্গ



1 Comments