গুরুদাস দাসের কবিতা
তুমি চলে যাওয়ার পরে
তুমি চলে যাওয়ার পরে, বুঝে যাই
এ সময় কতটা আলোকবর্তিকাহীন।
যতদিন তুমি ছিলে একবারও মনে হয়নি, তুমি চলে যেতে পারো, কখনোই ভাবিনি শূন্য উঠোনে নাচবে ক্লান্ত হাওয়ার খেয়া, নোঙরহীন সময় চোখ রাঙাবে,বিপন্ন গোধূলি বলবে "এরপর তো শুধুই অন্ধকার"।
অথচ যেভাবে আকাশ ভরা থাকতো নক্ষত্রের মায়ায়, সম্পর্কের অনন্য অধ্যায়ে লেখা হতো আলোর ইতিকথা, জনাকীর্ণ রাজপথে অলৌকিক মিছিলের দিন, সেভাবেই নদীটিও পোষমানা খেয়ালের মতো শুধুই আরক্তিম ভাষা হয়ে বিন্দু বিন্দু সুরেলা সময়ে ভেসে যেতো।
শঙ্খচিলের ডানার শব্দে যেভাবে বুঝে নিতাম একটি একান্ত দুপুরের ইঙ্গিত, যা আমার একেবারেই নিজস্ব, প্রতিশ্রুতিবান শস্যের মতো অকপট।
তুমি চলে যাওয়ার পরেই বুঝে যাই,
আগুনের পাণ্ডুলিপি ছুঁয়ে ফিরে আসা কতটা কঠিন।
0 Comments