মুহূর্ত ~ গার্গী চৌধুরীর কবিতা


মুহুর্ত
গার্গী চৌধুরী 

বইয়ের খাঁজে একটি মাত্র চিঠি,
চার যুগ আগের ইনল্যান্ড লেটার,
রঙটা নীল।
সরল স্নেহের গন্ধ মাখা চিঠি।
শব্দের ডানায় ভর করে এক নিমেষে চার দশক আগের জীবনটায়।

মুহুর্তগুলো সজীব, সবল, বাঙ্ময়।
ভালোবাসার গন্ধে ম ম করছে 
আমার চারপাশ।
হারিয়ে যাওয়া মানুষগুলোকে হাত বাড়ালেই পাওয়া যায়।

মুহূর্তরা বেঁচে থাকে আমাদের আশ্রয়।
তবু আমার অতীত আর বর্তমানের বোধেই মুহূর্তরা  অস্তিত্ব হারায়।

কবি গার্গী চৌধুরী 
৭৪, বিবেক পার্ক, কলকাতা, পশ্চিমবঙ্গ



1 Comments

  1. কবির লেখনীতে অন্যরকম স্বাদ পেলাম
    - সুমন ঘোষ,কবি,লেখক,সাংবাদিক

    উত্তরমুছুন