
মহাকাব্য
অজিত কুমার জানা
সোনা শুধু একটিবার তাকিয়েছিল,সোনালীর দিকে,
পাহাড়ের বুক চিরে নেমেছিল ঝর্ণা।
সিঁড়ি ভেঙে ভেঙে-
উপরে উঠেছিল দুজোড়া পা।
অজান্তেই ভূমি আর আকাশ মিশে,
লেখা হয়ে গেছে মহাকাব্য।
Designed by OddThemes | Distributed by Gooyaabi Templates
0 Comments