꩟অমর্ত্য দত্ত'র গুচ্ছ কবিতা꩟





            ⍚ অমর্ত্য দত্ত🔸বউবাজার, কলকাতা 🔸




(১)


উলঙ্গ রাস্তা ধ‌রে হেঁ‌টে যা‌চ্ছে  নেশায় ডুবে থাকা রাত ।
শু‌রিখানার আবর্জনার স্তুপ থে‌কে চি‌কে‌নের আধ খাওয়া ব্রেষ্টটা‌কে 
মা কুকুরটা মু‌খে ক‌রে নি‌য়ে যা‌চ্ছে বাচ্ছাগু‌লোর জ‌ন্যে । 
রি‌রংসার চুমু‌কে চুমু‌কে ভ‌রে উঠ‌ছে মাতা‌ল‌দের ডাস্ট‌বিন।
‌ডেক‌রেশন লাই‌টের আলোয় আধ খাওয়া স্তন ও যো‌নিগু‌লো 
আবর্জনার স্তু‌পের নি‌চে চাপা প‌ড়ে থা‌কে সভ্য সকাল অব‌ধি । 


(২)


বাগা‌নে লাল গোলাপ গাছটার পা‌শে 
যে স্বপ্নের বীজটা পুঁ‌তে ছিলাম, সেটা এখন কাঁটাগাছ । 


(৩)


চার ঘন্টা দু'টাকার চা‌লের লাই‌নে দাঁ‌ড়ি‌য়ে 
মানুষটা আজও চাল পে‌লো না ।
মাস খা‌নেক আগে যে‌দিন বড় মে‌য়েটা‌ ঝাঁপ দি‌য়ে‌ছি‌লো 
আপ আজাদ হিন্দ এক্স‌প্রেসের নি‌চে,
সে দিন রেশ‌নের লাইনটা আরো দীর্ঘ ছি‌লো ।
প্র‌তি‌বে‌শি এসে ব‌লে‌ছি‌লো; 
মা‌সি তোমার বড় মে‌য়ে সু‌খি ট্রে‌নে কাটা প‌ড়ে‌ছে । 
তাড়াতা‌ড়ি এসো ।


(৪)


একটা ধর্ষ‌ণের কা‌হিনী লিখ‌তে ব‌সে আশিরনখ কেঁ‌পে ও‌ঠে গ্রন্থকার ।
কল‌ম থে‌কে ফিন‌কি দি‌য়ে রক্ত উঠে ছ‌ড়ি‌য়ে যায় খাতার সাদা পাতায় ।
পাতাগু‌লো কাঁ‌দে হাউ হাউ ক‌রে । 


(৫)


প্রজ্জ্ব‌লিত চু‌ল্লি‌র ভিতর থে‌কে মৃত‌দেহটা চিৎকার ক‌রে বলে ওঠে ; 
বাই‌রের আগুনটা অনেক বে‌শি লে‌লিহান ও ক্ষুধার্ত ।


(৬) 


একটা মৃত সামু‌দ্রিক মা‌ছের চো‌খে আমি যে জাহা‌জের ছ‌বি দে‌খে‌ছিলাম । 
সেটা আমার স্ব‌প্নে দেখা জাহাজটার থে‌কে অনেক বড় । 
হয়‌তো তার স্বপ্নটা আমার স্ব‌প্নের চেয়ে বড় ছি‌লো ।একটা চার‌দেওয়া‌লের বা‌ক্সের ভিতর আরো ক‌য়েকটা স্বপ্ন লু‌কি‌য়ে রাখা আছে । 
স্ব‌প্নের ভিতর আমি । আমার ভিতর সমুদ্র । সমু‌দ্রের ভিতর মা‌ছের চোখ । 
মা‌ছের চো‌খের ভিতর ঢেউ, সূ‌র্যোদয়, ঝাউবন, একটা স্পর্শাতীত দ্বীপ...
জানলাগু‌লো বন্ধ । টানটান পর্দা । কেউ কি দেখ‌তে পাচ্ছো বাই‌রে থে‌কে ? 
কোথায় কি রাখা আছে ? 


(৭)


ধরে নাও, আমার আয়ুরেখার ওপর তু‌মি শু‌য়ে আছো বিবস্ত্র শরী‌রে ।
ধ‌রে নাও, তোমার ওপর আমার রক্তাক্ত বিক্ষত লাশ ।
ধ‌রে নাও, আমার নিষ্পলক চো‌খে এখ‌নো জ্বলজ্বল কর‌ছে তোমার ‌থেঁতলা‌নো যো‌নি ।
ধ‌রে নাও, হায়নার বাচ্ছাগু‌লো নি‌জে‌দের ম‌ধ্যে বলাব‌লি করছে । 
"মার কুত্তারবাচ্ছা দু‌'টো‌কে"।
ধ‌রে নাও, ময়নাতদ‌ন্ত ক‌রে নেক‌ড়েগু‌লো রি‌পোর্ট‌ দি‌লো। 
রোড অ্যা‌ক্সি‌ডেন্ট্ ।
ধ‌রে নাও, একদল হায়না অ্যা‌সে‌ম‌ব্লি্ শে‌ষে ক‌রে হাস‌তে হাস‌তে বা‌ড়ি ফির‌ছে দুপুর বেলা ।
ধ‌রে নাও, এজলাসে্র মা‌টি‌তে ফে‌লে একটা চোখ বাঁধা পুতু‌লের সা‌থে গ্রুপ ‌সেক্স্ করছে শেয়া‌লের দল ।
ধ‌রে নাও, এক দল কুকুর ও তা‌দের বাচ্ছাগু‌লো আবার ল্যাজ নে‌ড়ে নে‌ড়ে ঘেউ ঘেউ কর‌ছে আগের ম‌তো ।

‌তখন দেখ‌বে, শুধু তু‌মি আর আমি মানুষ হ‌য়ে গে‌ছি

6 Comments

  1. অমর্ত্য দত্ত এই সময়কার একজন সম্ভাবনাময় কবি। প্রতিটি কবিতায় যেন উচ্চকিত বিস্ফোরণ! বাঁক নিচ্ছে এক মননশীল ভাব বিন্যাসে। কবিকে বিনম্র শ্রদ্ধা...

    উত্তরমুছুন
  2. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. অসংখ্য ধন্যবাদ ও হা‌র্দিক শু‌ভেচ্ছা 'হৃদস্পন্দন ম্যাগা‌জিন্-‌কে ।

      মুছুন
  3. কবিতায় ক্ষোভ যন্ত্রণা এবং ঘৃণিত প্রতিবাদও রয়েছে ।

    উত্তরমুছুন