⍚ অমর্ত্য দত্ত🔸বউবাজার, কলকাতা 🔸
(১)
উলঙ্গ রাস্তা ধরে হেঁটে যাচ্ছে নেশায় ডুবে থাকা রাত ।
শুরিখানার আবর্জনার স্তুপ থেকে চিকেনের আধ খাওয়া ব্রেষ্টটাকে
মা কুকুরটা মুখে করে নিয়ে যাচ্ছে বাচ্ছাগুলোর জন্যে ।
রিরংসার চুমুকে চুমুকে ভরে উঠছে মাতালদের ডাস্টবিন।
ডেকরেশন লাইটের আলোয় আধ খাওয়া স্তন ও যোনিগুলো
আবর্জনার স্তুপের নিচে চাপা পড়ে থাকে সভ্য সকাল অবধি ।
(২)
বাগানে লাল গোলাপ গাছটার পাশে
যে স্বপ্নের বীজটা পুঁতে ছিলাম, সেটা এখন কাঁটাগাছ ।
(৩)
চার ঘন্টা দু'টাকার চালের লাইনে দাঁড়িয়ে
মানুষটা আজও চাল পেলো না ।
মাস খানেক আগে যেদিন বড় মেয়েটা ঝাঁপ দিয়েছিলো
আপ আজাদ হিন্দ এক্সপ্রেসের নিচে,
সে দিন রেশনের লাইনটা আরো দীর্ঘ ছিলো ।
প্রতিবেশি এসে বলেছিলো;
মাসি তোমার বড় মেয়ে সুখি ট্রেনে কাটা পড়েছে ।
তাড়াতাড়ি এসো ।
(৪)
একটা ধর্ষণের কাহিনী লিখতে বসে আশিরনখ কেঁপে ওঠে গ্রন্থকার ।
কলম থেকে ফিনকি দিয়ে রক্ত উঠে ছড়িয়ে যায় খাতার সাদা পাতায় ।
পাতাগুলো কাঁদে হাউ হাউ করে ।
(৫)
প্রজ্জ্বলিত চুল্লির ভিতর থেকে মৃতদেহটা চিৎকার করে বলে ওঠে ;
বাইরের আগুনটা অনেক বেশি লেলিহান ও ক্ষুধার্ত ।
(৬)
একটা মৃত সামুদ্রিক মাছের চোখে আমি যে জাহাজের ছবি দেখেছিলাম ।
সেটা আমার স্বপ্নে দেখা জাহাজটার থেকে অনেক বড় ।
হয়তো তার স্বপ্নটা আমার স্বপ্নের চেয়ে বড় ছিলো ।একটা চারদেওয়ালের বাক্সের ভিতর আরো কয়েকটা স্বপ্ন লুকিয়ে রাখা আছে ।
স্বপ্নের ভিতর আমি । আমার ভিতর সমুদ্র । সমুদ্রের ভিতর মাছের চোখ ।
মাছের চোখের ভিতর ঢেউ, সূর্যোদয়, ঝাউবন, একটা স্পর্শাতীত দ্বীপ...
জানলাগুলো বন্ধ । টানটান পর্দা । কেউ কি দেখতে পাচ্ছো বাইরে থেকে ?
কোথায় কি রাখা আছে ?
(৭)
ধরে নাও, আমার আয়ুরেখার ওপর তুমি শুয়ে আছো বিবস্ত্র শরীরে ।
ধরে নাও, তোমার ওপর আমার রক্তাক্ত বিক্ষত লাশ ।
ধরে নাও, আমার নিষ্পলক চোখে এখনো জ্বলজ্বল করছে তোমার থেঁতলানো যোনি ।
ধরে নাও, হায়নার বাচ্ছাগুলো নিজেদের মধ্যে বলাবলি করছে ।
"মার কুত্তারবাচ্ছা দু'টোকে"।
ধরে নাও, ময়নাতদন্ত করে নেকড়েগুলো রিপোর্ট দিলো।
রোড অ্যাক্সিডেন্ট্ ।
ধরে নাও, একদল হায়না অ্যাসেমব্লি্ শেষে করে হাসতে হাসতে বাড়ি ফিরছে দুপুর বেলা ।
ধরে নাও, এজলাসে্র মাটিতে ফেলে একটা চোখ বাঁধা পুতুলের সাথে গ্রুপ সেক্স্ করছে শেয়ালের দল ।
ধরে নাও, এক দল কুকুর ও তাদের বাচ্ছাগুলো আবার ল্যাজ নেড়ে নেড়ে ঘেউ ঘেউ করছে আগের মতো ।
তখন দেখবে, শুধু তুমি আর আমি মানুষ হয়ে গেছি
6 Comments
অমর্ত্য দত্ত এই সময়কার একজন সম্ভাবনাময় কবি। প্রতিটি কবিতায় যেন উচ্চকিত বিস্ফোরণ! বাঁক নিচ্ছে এক মননশীল ভাব বিন্যাসে। কবিকে বিনম্র শ্রদ্ধা...
উত্তরমুছুনঅশেষ ধন্যবাদ ও প্রণাম নেবেন দাদা ।🙏
মুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনঅসংখ্য ধন্যবাদ ও হার্দিক শুভেচ্ছা 'হৃদস্পন্দন ম্যাগাজিন্-কে ।
মুছুনকবিতায় ক্ষোভ যন্ত্রণা এবং ঘৃণিত প্রতিবাদও রয়েছে ।
উত্তরমুছুনঅসংখ্য ধন্যবাদ ও ভালোলাগা
মুছুন