ᝏ ও বেলা বোস ᝏ





         𒄶 রাজীব পাল🔹দুবরাজপুর, বীরভূম🔹



শুনছো কি আর ও বেলা বোস
তুমিও তো এখন বুড়ি
কাঁপা হাতে নাতির আমি
ছেঁড়া ঘুড়ি আঠায় জুড়ি

চাকরিটা নেই অনেক দিনই
সকাল বিকাল ঘুরে বেড়াই
শেষ মাটিও ধুয়ে গেছে
নড়ে চড়ে কাঠামোটাই

পুরোনো সে নম্বরে আর
তুমি নেই,সে কথাই শুনে
মোবাইলে ধরলাম তোমায়
দশটা নাম্বার গুনে গুনে

ভালো থেকো ও বেলা বোস
একশো বছর আরও দুটো
গিটার-বুকে জমছে ধুলো
যাচ্ছে খুলে শক্ত মুঠো...

0 Comments