𑱢 এখন 𑱢


                   



      লক্ষ্মণ দাস ঠাকুরা🔸পূর্ব বর্ধমান🔸



এখন আমারা কেউ আড়মোড়া দিয়ে স্বপ্ন দেখিনা রাতে।
চোখের ভুলেও ফাগুন মাসে দেখিনা পলাশ ফুল।
মরা নদীতে ডুবিয়ে পা ঢেউ গোনার অলস বিলাস
দেখায় না সাগরের নীল চোখে জলের ছলাৎ ছল।
রাত জাগা চোখ দেখে ও দিকে ভাঙা গ্রাম
এ দিকে খিল আঁটা ছটফটে শহর নির্বিকার।
আঁকশি দিয়ে টানাটানি করে বেওয়ারিশ  লাশ
ডোমের লাঠি খুঁচিয়ে তোলে চিতার আগুন গনগনে।
নগর কোটাল শিঙা বাজিয়ে বলে চলেছেন-
হিসাব করো না অত-এটা অঙ্কের অন্তর্জাল।
ডাইনে বাঁয়ে যে দিকেই তাকাও সামনে শ্যাওড়া গাছ।
ওখানে কারা থাকে আপনি জানেন নিশ্চয়।
যদি রাত্রি শেষে বৃষ্টি নামে মরা নদীর পাড়ে
কদম ফুল ফুটতে পারে -সে কথা ভাবতে পারি নাকো?
গোটা দেশটাই মুখোশ পরা-হুকুম করুন জাহাপনা
সব কথাই মানতে পারি তবে বিয়ের চিঠিতে হলুদ ছোঁয়াব না।

0 Comments