সত্যজিৎ রজক🔸কলকাতা🔸
১. হারিয়ে যাওয়ার মতো করে
হারিয়ে যেতে পারি কোনো এক নাম না জানা দ্বীপের
প্রজাদের অস্তিত্বের মতো করে।
কোনো এক রাক্ষুসী বেলায় সমস্ত সংসার গ্রাস করছে
বা জোয়ার ভাটার গর্জনে সমস্ত পেন্ডুলাম ঘড়ির কাঁটায় সময় থমকে যাচ্ছে !
বা জোয়ার ভাটার গর্জনে সমস্ত পেন্ডুলাম ঘড়ির কাঁটায় সময় থমকে যাচ্ছে !
এমন সময় আমি বিলম্বের মতো হারিয়ে যেতে পারি।
নির্বোধের মতো যুযুধান ক্ষেত্র থেকে ফিরে আসার অহংকার,
বিনীত তোমার ভবিষৎ বেদনায় অন্তিম অস্তিত্বকে শেষ করতে থাকবে,
আর নির্ণয় করতে থাকবে আর একটা সৃষ্টির সুখ, কেমন করে আর একটা সৃষ্টির সুখ
২. অবশেষে অন্য এক যুগ
একশো সমুদ্রের ওপারে তোমাকে ফুঁ দিয়ে নিভিয়েছি।
একলভ্য ধ্যানে মগ্ন করে রাখার মতো একেবারে শেষ দেখেই ছাড়ি।
এই আর কি
এখন উঠোনে নিয়মিত রোদ আসে বৃষ্টি আসে।
মাঝখানে আর কোনো সীমারেখা নেই। কাদা ছিঁটোতে পারি এদিক সেদিক...
বেলাশেষে পাতা ঝরে গেলে সমস্ত রাত উলঙ্গ গাছ মিলনের স্বপ্ন দেখতে দেখতে
নিজের রং হারিয়ে ফেলে ভাষা হারিয়ে ফেলে। অতঃপর বিবর্ণ আক্ষেপের বেদনায় অবিরত বীজ বুনতে থাকে,
আবার একটা জীবন আবার একটা যুগ...
৩. মৃত্যুর অনুভূতি
দপ্ দপ্ করে জ্বলতে থাকা প্রদীপের আলোর বদলে তা নিভিয়ে রাখা ভালো ,বিপর্যয়ের আশঙ্কা অনেক কম তাতে !
কিছুটা নিবেদন করে বলছি, এই আর কি। কিছু দিনরাতের স্বপ্ন অপরাধ করেছে বলে বলছি না।
দ্বিতীয় উপাখ্যান পড়ে ফেলতে ফেলতে কখন দেখবে পথের বাঁক ধরেছে !
নির্জন রাতের গায়ে যে ঠান্ডা হওয়া বয়ে যায় তাতে আরাম নেই , তাতে এক মৃত্যুর অনুভূতি আছে !
আমি কিন্তু সেই মৃত্যুকে ক্ষমা করে দিয়েছি। কি আর বলি বলো দেখি ! ক্ষমা করে দিয়েছি অপার স্নেহে ভালোবেসে।
নির্বোধের মতো যুযুধান ক্ষেত্র থেকে ফিরে আসার অহংকার,
বিনীত তোমার ভবিষৎ বেদনায় অন্তিম অস্তিত্বকে শেষ করতে থাকবে,
আর নির্ণয় করতে থাকবে আর একটা সৃষ্টির সুখ, কেমন করে আর একটা সৃষ্টির সুখ
২. অবশেষে অন্য এক যুগ
একশো সমুদ্রের ওপারে তোমাকে ফুঁ দিয়ে নিভিয়েছি।
একলভ্য ধ্যানে মগ্ন করে রাখার মতো একেবারে শেষ দেখেই ছাড়ি।
এই আর কি
এখন উঠোনে নিয়মিত রোদ আসে বৃষ্টি আসে।
মাঝখানে আর কোনো সীমারেখা নেই। কাদা ছিঁটোতে পারি এদিক সেদিক...
বেলাশেষে পাতা ঝরে গেলে সমস্ত রাত উলঙ্গ গাছ মিলনের স্বপ্ন দেখতে দেখতে
নিজের রং হারিয়ে ফেলে ভাষা হারিয়ে ফেলে। অতঃপর বিবর্ণ আক্ষেপের বেদনায় অবিরত বীজ বুনতে থাকে,
আবার একটা জীবন আবার একটা যুগ...
৩. মৃত্যুর অনুভূতি
দপ্ দপ্ করে জ্বলতে থাকা প্রদীপের আলোর বদলে তা নিভিয়ে রাখা ভালো ,বিপর্যয়ের আশঙ্কা অনেক কম তাতে !
কিছুটা নিবেদন করে বলছি, এই আর কি। কিছু দিনরাতের স্বপ্ন অপরাধ করেছে বলে বলছি না।
দ্বিতীয় উপাখ্যান পড়ে ফেলতে ফেলতে কখন দেখবে পথের বাঁক ধরেছে !
নির্জন রাতের গায়ে যে ঠান্ডা হওয়া বয়ে যায় তাতে আরাম নেই , তাতে এক মৃত্যুর অনুভূতি আছে !
আমি কিন্তু সেই মৃত্যুকে ক্ষমা করে দিয়েছি। কি আর বলি বলো দেখি ! ক্ষমা করে দিয়েছি অপার স্নেহে ভালোবেসে।
0 Comments