কষ্টপুরুষ





        অশোক অধিকারী🔸হাওড়া, পশ্চিমবঙ্গ🔸




তোমাকে আড়চোখে দেখে বিশল্যকরনী
উপুড় হয়ে কন্যা তোমার মেঘজননী
শীতল পুরুষ নাইতে এলে ডাগর নদী
ডুবন জলে ভিক্ষা দিয়ে ফেরাই যদি


অরণ্যের কাছে পিপাসার ঠিকানা আছে
বাউণ্ডুলে ডাকঘরে রাতের ডাকপিয়ন
পোস্টকার্ডে বিবস্ত্র লাইন লিখে রাখে
জানালায় মুখ রেখে ভোর জেগে থাকে

0 Comments