🔰 চয়ন কুমার রায়🔸পূর্ব বর্ধমান🔸
সব বালকের অন্তরেই
একটা করে অপু বাস করে।
আগের মতো যাত্রাপালা দেখে
বাঁশের কঞ্চি নিয়ে যুদ্ধ যুদ্ধ
খেলার দিনগুলি অবসৃত।
তবু যুদ্ধের প্রবণতার শিকড়
মনের গভীরে দৃঢ়তর প্রোথিত।
ওরা এখন মুভি দেখে।
পর্দার নায়কের লড়াইয়ের
নানা কৌশল, রক্তক্ষরণ নির্মম হত্যা,
শরীরে কাঁটাদেওয়া অস্ত্রের প্রয়োগ দেখে
কোমলমতি শিশু-হৃদয় ক্ষত-বিক্ষত।
অজান্তেই অবচেতনে রোপিত হয় ,
নিষ্ঠুরতার বিষবৃক্ষের বীজ।
অনুকূল পরিবেশে অঙ্কুরিত হয়ে
শাখা-প্রশাখায় পল্লবিতও হয়।
ঘৃণার কুরুক্ষেত্র প্রায়শঃই প্রশস্ত ।
তরুণ হৃদয়ের উষ্ণ- শোণিতে ওঠে
যুদ্ধের তুফান ,ওঠে প্রতিঘাতের শপথ।
প্রতিধ্বনিত হতে থাকে যুদ্ধের দামামা।
ধীরে ধীরে স্তিমিত হয় ভৈরবী হুঙ্কার।
শেষ হয় যুদ্ধ যুদ্ধ খেলা।
তারপর যথারীতি শুরু হয়
হতোদ্যম যুবকের জীবন সংগ্রাম।
0 Comments