জয়ীতা চ্যাটার্জী'র কবিতা


এবার বসন্তে

এমন শীত রাতে আমার বুকে মৃত্যু আসে 
বাইরে হয়তো শিশির ঝরছে হলুদ পাতার মতো
ব্যথিত কোকিল ডাকছে পৌষের মধ্যরাতে
একদিন বসন্ত আসবে
বা এসেছিল একদিন বসন্ত
তারই পিপাসার প্রচারে
কত কোকিল স্থবির হয়ে গেছে
দেখেছি তোমার স্হবির হওয়া বারেবারে
চারিদিকে আবছায়া
সমুদ্রের ভেতর অন্ধ অন্ধকার
কুয়াশার পিঞ্জরে হারিয়ে যায় সব
কোকিল বসন্তকে পায়না আর।। 

কবি জয়ীতা চ্যাটার্জী
নাগবাগান রোড, শ্যামনগর, পশ্চিমবঙ্গ 



















0 Comments