
ঠিকানা
যদি আমায় প্রশ্ন করো,কেমন ছিলাম?
সেসব দুপুর সন্ধেবেলা,কোথায় যেন
বনকলমির গন্ধ ভেজা,শব্দবিহীন
উড়ুউড়ু ঘাসফড়িঙের ফরফরানি!
যেমন ছিলাম নিয়ে বুকে গভীর ক্ষত,
যত্নে লেখা চিঠির পাতা হাওয়ায় ওড়ে।
তোমায় নিয়ে গল্প অনেক — জলাঞ্জলি!
তোমার মুখের প্রতিচ্ছবি — আবছা ভোরে।
তেমনি কোন সালতামামি হিসেব নিকেশ ;
উড়তে থাকে জোনাকমাছি,ফড়িং দোয়েল
স্বপ্নভেজা তন্দ্রাঘেরা গ্রামীণ দুপুর,
আপনমনে বাজায় বাঁশি রাখালছেলে।
নয়তো কোন পুকুরঘাটে একলা মেয়ে
হাঁস ডেকে নেয় " আয় চৈ চৈ " সন্ধেবেলা!
কোথায় ছিলেম কেমন ছিলেম,ছিলাম ভালো ;
ঝুলছে কতো বাবুইবাসা ভালোবাসায়!
ঠিক সেখানে...
কবি সোমদেব দত্ত
বৈঁচিগ্রাম, হুগলি, পশ্চিমবঙ্গ
0 Comments