
ফেলে আসা প্রেম
ব্যস্ততার শহরে
কোলাহল নগরে
লক্ষ লক্ষ পদচিহ্নের ভিড়ে
আমার মলিন চিহ্নখানি এখনও খুঁজি।
চিড়িয়াখানার বন্দী জীবের
সকরুণ দৃষ্টি
রেসকোর্সের পাশে ট্রাম লাইনে বসা
প্রেমিক-প্রেমিকার আলাপ-চারিতা
ধর্মতলার মেট্রো সিনেমা হতে বেরিয়ে এসে
সেদিনের কাকভেজা
অকালবৃষ্টি
আজও খুঁজি।
এ প্রেম ভোলার নয়
হাজার মাইল দূরে
ময়না,কোকিলের সুরে
রাতের ঝিঁঝিপোকার ডাকের সাথে
যদিও প্রেম হয়
তিলোত্তমার ভালোবাসা
স্বপ্ন দেখে কাছে আসা
যদিও মলিন তবু
এ প্রেম ভোলার নয়।
কবি সাইফুল ইসলাম
বর্দ্ধন পাড়া, পঞ্চহর, বীরভূম
0 Comments