নাসির ওয়াদেনের কবিতা


তোমাকেই ফেলে আসা

শুধু তোমাকেই ফেলে আসি স্মৃতি দুর্বল
জোনাকি জোৎস্না হয়ে জ্বলে
স্টেশনের গায়ে গা ঘেঁষে দাঁড়ানো দিন
ঝিরঝির বৃষ্টি ছাতাটির তলে
নীরবতা মুখ ঢাকা বাইরের ঝড়ে
তোলপাড় বুক ঝড়ের কাঁপন
তুমি নেই   ছিলে না কোনদিনই
শান্ত নদী বহমান কুলকুল মন

এ পাড়ার চাঁদ মুখ ঢেকে প্রত্যহ আসে
বসে থাকে দিঘিটির পাড়ে
মাথায় ঘোমটা কপালে  লাল টিপ
অন্য পাড়ে দুটি হাত আজও শুধু নড়ে

রাত্রি আসে, জোৎস্না চুষে খায় নীরবে
জলে ঢেউ জাগে ছল ছল ছল
মায়াবী আয়না তলে মুখচ্ছবি তার
ভেসে আসে ভিজে চোখে জল

প্রেম ছিল, রাধারাণি একান্তে গোপনে
ডুবেছে লাল জলে পথ নিশীথিনী
মন দুটো যমুনার কৃষ্ণ সলিলে
ভেসে চলে নীরবে প্রিয়া কুমুদিনী

কবি নাসির ওয়াদেন
মুরারই, বীরভূম, পশ্চিমবঙ্গ













0 Comments