সুজিত কুমার মালিকের কবিতা



প্রিয় শহর

অনেক পাল্টে গেছো তুমি!
জীবাশ্ম ভালোবাসার 
বয়স কষার হিসাব জানি না,
কালো পিচের আস্তারণে
ঢেকে গেছে আবেগমাখা ধূলো,
মিনারের উচ্চতায় অদৃশ্য
স্মৃতি মাখা চিলেকোঠা।
আধুনিকতার পরশ মেখে
শপিংমল কেড়ে নিয়েছে
দৈনন্দিন সম্পর্ক।
সেদিনের স্যাঁতসেঁতে গলিতে,
পোশাকি কংক্রিটের রাস্তায়
আজ খুঁজি পুরানো ভালোলাগা,
বাতাসে অনুভূত প্রানের স্পন্দন।

সুজিত কুমার মালিক
মইখণ্ড, হেলান, আরামবাগ




















0 Comments