
ব্যালকনি
তোমায় ছুঁয়ে থাকা আমার স্বভাব। না ছোঁয়া টা কর্মদোষ
বিকেল বসে থাকে ইজিচেয়ারে,আমরা বলি মনখারাপ।
মহাদেশ পেরিয়ে আসে কাগজের প্লেন
একা ঘোরে অসহায় রেডিওর নব,
অবহেলায় ভাসুক কাগজের নৌকা
আসলে আমরা সকলে পরিযায়ী মন।
একদিনের বৃষ্টিতে ভাসে উদবাস্তু কলোনি
চশমা টিভির বিতর্কে অংশ নেয়
বলার থাকে কত কিছু বলা হয়না ,
একদিকে পড়ে থাকে নির্বাক সামীয়ানা
আমাদের সকল ব্যায় সামরিক খাতে
তাদের কোনো হিসাব হয় না।
কবি অরূপ
কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
0 Comments