ꭷ মৃত্যু ꭷ

  



           ⍚ দেবব্রত রায়🔸হাজরাপাড়া , বাঁকুড়া🔸



বাঘের উঠোনে 
খরগোশ-খরগোশ খেলা
ভরপেট বাঘ  তুরগ-নাচের
দিকে ফিরেও তাকায় না

ক্ষুধার্ত একটি সার্চলাইট
পাউরুটির স্লাইজের মতো-ই  
ভীতু বাতাসকেও নিখুঁত- 
থাবায় টেনে নিয়ে যায়
সুদূর মঙ্গলের অভিকর্ষ থেকে

ইমিউনিটি শব্দটির
ভালভ-টিউব খুলে
কখন যে সব ফুস হয়ে যাবে
তোমার 9.807 m/s-স্কয়ার-এর পক্ষে
সেসব প্রি-অ্যাজামসন করা দুরূহ

0 Comments