𑱢 সভ‍্যতা কাঁদে 𑱢






               𒄶 তন্দ্রা মন্ডল🔸পূর্ব বর্ধমান🔸



গড়িয়ে চলে সময়ের চাকা
দিশাহীন দিবারাত
বদলে গেছে যাপন বেলার
জীবন-ধারাপাত।
বারে বারে রুষ্ট প্রকৃতির
নির্মম আস্ফালন
নিশ্চিহ্ন ক'রে দিতে চায়
অস্তিত্বের আয়োজন।
আজ-কাল-পরশুর গল্প
যেন প্রশ্নচিহ্নের মুখে
মৃত্যু মিছিলে সভ‍্যতা কাঁদে
পৃথিবীর অসুখে।।

0 Comments