𐢋 নিজের নিজে 𐢋





           ⍚ তীর্থঙ্কর সুমিত🔸মানকুন্ডু , হুগলি 🔸



সন্ধ্যের জলস্রোতে
অলস সূর্য্য যখন ডুব দেয়
তখন মনে হয়
কেউ কেউ কথা রেখেছে
তাইতো এখনও নিজের ছায়া কে দেখি
আর ভাবি...
আরো দূরে আমার রূপকথার গল্পরা
এখনও ঠায় দাঁড়িয়ে

আর আমি অচল পয়সায় ব্যাগ ভর্তি করে
নিজেই নিজের পিঠ চাবড়াচ্ছি ।

0 Comments