꩜ আমি রঙ হারাই ꩜




 ⍜ নজরুল ইসলাম পারভেজ🔸চট্টগ্রাম, বাংলাদেশ🔸




গোপনে সকালগুলো হারিয়ে যায়
স্মৃতিতে অস্তমান বিকালগুলো হাসে
রঙ্গিন সুখ দুঃখের কথাগুলো শুনি-
                                   রাতের স্বপ্নে
গোপন অন্ধকারে আমি রঙ হারাই।

0 Comments