গোবিন্দ মোদকের ছড়া



ঠাকুরমার ঝুলি

ঠাকুমার ঝুলিতে আছে,কতো কথা-কাহিনি, 
রাজা বা রাজ্য আছে,আছে সেনাবাহিনী !

ব্যাঙ্গমা-ব্যাঙ্গমী আছে,আছে রাক্ষসের ভয়, 
তরবারি হাতে আছে,স্বয়ং রাজা মহাশয় !

সোনার কাঠি রুপোর কাঠি, আছে সেই হীরামন,
ঘড়া ঘড়া মোহর আর,রাজ-ঐশ্বর্য-ধন !

সাহসী রাজপুত্র আছে,আছে ভীরু মন্ত্রী, 
কোটাল-উজির আছে,আছে ষড়যন্ত্রী ! 

কতো শত বিপদ আছে,আছে সব রাক্ষস, 
সুন্দরী রাজকন্যা রূপে,দেখা দেয় খোক্কস ! 

লাল নীল পরী আছে,আছে কতো গল্প, 
সোনার আপেল আছে,নয় সে তো কল্প !

তবু,--- 
আজ কেউ বলে না কো,রামধনু-রূপকথা, 
হারিয়েছি ঠাকুমাকে, মনে তাই বড়ো ব্যথা !!

ছড়াকার গোবিন্দ মোদক 
রাধানগর, কৃষ্ণনগর, নদিয়া 


















0 Comments