সূচিপত্র:
হৃদস্পন্দন ম্যাগাজিন
কিশলয় সংখ্যা ~ ১৪২৭
কবিতা ও ছড়া:
নিমাই জানা ॥ বিদ্যুৎ মিশ্র ॥ সঞ্জয় চক্রবর্তী ॥ গোবিন্দ মোদক ॥ পুলককুমার বন্দ্যোপাধ্যায় ॥ তনয় ভট্টাচার্য ॥ অভিষেক ঘোষ ॥ সুকুমার হালদার ॥ অন্তরা দাঁ ॥ শুভ্রাশ্রী মাইতি ॥ শম্ভু সরকার ॥ অর্পণ কর্মকার ॥ সাইফুল ইসলাম ॥ স্বপন নাগ ॥ কাজী সামসুল আলম ॥ মীরা মুখোপাধ্যায় ॥ মাধুরী বিশ্বাস ॥ বিশ্বদীপ ঘোষ ॥ আশিস মুখার্জ্জী ॥ চন্দন বিশ্বাস ॥ সুবীর ঘোষ ॥ রোহিত সরদার ॥ সুব্রত মাইতি ॥ মানিক চন্দ্র গোস্বামী ॥ সৌমেন দেবনাথ ॥ চন্দন সুরভি নন্দ ॥ সূর্য দত্ত ॥ বদ্রীনাথ পাল ॥ বিকাশ পণ্ডিত ॥ পলাশ পোড়েল ॥ প্রদোষ কান্তি সিংহরায় ॥ সুমিত্রা পাল ॥ বিকাশকলি পোল্যে ॥ সুব্রত দাস ॥ সঞ্জয় দাস ॥ শঙ্খশুভ্র পাত্র ॥ রুমা মালিক ॥ তাপস বর্মন ॥ অসিত কুমার পাল ॥ পরাগ ভট্টাচার্য্য ॥ বিজন মজুমদার ॥
গল্প:
সমাজ বসু ॥ সাত্যকি ॥ অখিল ঘোষ ॥ শৈবাল মুখোপাধ্যায় ॥ দীপক বেরা ॥ অনিন্দ্য দত্ত ॥ শৌভিক চ্যাটার্জী ॥ সৌমী আচার্য্য ॥ সংগ্রামী লাহিড়ী ॥ বিকাশরঞ্জন হালদার ॥ ঋভু চট্টোপাধ্যায় ॥ সুতপা ব্যানার্জী(রায়) ॥ তপতী বাসু ॥ পার্থ সারথি চক্রবর্তী ॥ সুমিত রায় ॥ দেবদাস কুণ্ডু ॥ অঞ্জনা গোড়িয়া ॥
প্রবন্ধ:
অশোক অধিকারী ॥ সৌমী গুপ্ত ॥ বারিদ বরন গুপ্ত ॥
নিবন্ধ: সুদীপ পাঠক
রম্যরচনা: প্রবীর দে
স্মৃতি আলেখ্য: অদিতি ঘোষদস্তিদার ॥ অনুরঞ্জনা ঘোষ নাথ ॥ চৈতালি নাগ ॥
সম্পাদক কথা:
হৃদস্পন্দন ম্যাগাজিনের শুরু টা কিছুটা আকস্মিক ভাবেই। করোনার আতঙ্কে যখন আমরা সবাই বন্দী জীবনে রোজ হাঁফিয়ে উঠছি, ঠিক সেরকম পরিস্থিতি তে এপ্রিল মাসের ৩০ তারিখে হৃদস্পন্দন ম্যাগাজিনের পথ চলা শুরু।যদি ও আমাদের লেখা পোস্ট শুরু হয় মে মাস থেকে। সেদিক থেকে দেখলে আমাদের ম্যাগাজিনের বয়স মাত্র ছয় মাস।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত আমাদের পাঠক সংখ্যা ৮৮,৩৪২ জন। শূন্য থেকে যখন সেদিন শুরু করেছিলাম,অভিজ্ঞতা বলতে কিছুই ছিল না। তবু কিছু কবি ও লেখক লেখা দিয়ে বন্ধুর মত পাশে দাঁড়িয়ে ছিলেন। অনেকে লেখা পাঠিয়ে ও সেই লেখা প্রত্যাহার করে নিয়েছিলেন। হয়তো আমাদের উপর বিশ্বাস রাখতে পারেন নি। আজ যখন সেই সব কবি ও লেখকেরা নিজে থেকেই লেখা পাঠান তখন মনে হয় আমরা এখনও হেরে যাই নি। হয়তো খুব বেশি দিন নয় তবু ফ্ল্যাশব্যাকে গেলে এই সব পুরোনো ঘটনা এখনও নতুন উদ্যমে কাজ করার ভরসা যোগায়।
ছোটদের নিয়ে একটা সংখ্যা করার ইচ্ছে বহুদিন ধরেই ছিল। আগামীকাল আমাদের আরো একটি ইচ্ছে কিশলয় সংখ্যার মধ্য দিয়েই পূরন হতে চলেছে। প্রতিটি সংখ্যার মত এই সংখ্যাটি কেও আপনারা সফল করে তুলুন।
এখনও পর্যন্ত আমাদের ৮টি সংখ্যা প্রকাশিত হয়েছে। আপনারা পাশে থাকলে আগামীতে আরো ভাল কিছু কাজ উপহার দিতে চাই আপনাদের। ভাল থাকুন আপনারা সবাই। আপনাদের ভালবাসাই হৃদস্পন্দন ম্যাগাজিনের স্পন্দন হয়ে উঠুক। দীপাবলীর আলোয় আলোকিত হয়ে উঠুক আপনাদের জীবন।
0 Comments