অর্থ অনর্থ ~ মলয় দাস (পরিযায়ী) এর কবিতা


মলয় দাস (পরিযায়ী) এর কবিতা 

অর্থ অনর্থ

মুখ ও মুখোশ যদি আলাদা অক্ষর হয় তবে তার অর্থ ভিন্নার্থ। যদি ধরো মুখের উপর মুখোশ বসে যুক্তবর্ণ হয় তবে সহজপাঠে মুখ ও মুখোশের শব্দার্থে মাকড়সা জাল বোনে।আবার মুখ মানে মুখোশ, মুখোশের সমার্থক মুখই হয় তবে ব‍্যঞ্জন বর্ণের ব‍্যঞ্জনা বড়োই বেদনার।

কবি মলয় দাস
কোন্নগর, হুগলি, পশ্চিমবঙ্গ 





0 Comments