গুচ্ছ কবিতায় ~ অসীম মালিক


অসীম মালিকের গুচ্ছ কবিতা 

অভিযোগ

১)

অবস্থান বদলে গেলে,
আমার অভিযোগ,
তোমার মুখেও -
সমুদ্রের ফেনা।

কেবল তারিখ বদলে
ঝালমুড়ির ঠোঙায়
পুনরায় হেডলাইন হয়।

যা গণতন্ত্রের কফিনে পোঁতা
আরও একটি পেরেক।

২)

প্রচারের আলো শুষে,
যে যার পতাকা তলে দাঁড়ায়।
ঘটনার পুনর্নিমাণ হয়,
কিন্তু অভিযোগ মাতৃত্ব পায়না।

৩)

মায়ের কাছে,
ছেলের অভিযোগ গুরুত্ব পায়।
কিন্তু রাষ্ট্রের কাছে
নাগরিকের অভিযোগ সমান গুরুত্ব পায় কি !
রাষ্ট্রের দায়িত্ব নিয়ে
প্রতিটি বাবাই কেন রাষ্ট্র নায়ক হয়ে যায়?
অশোকচক্রের দিকে তাকিয়ে
কেন বাবা হয়না !

৪)

অভিযোগ বিস্ময়চিহ্ন হলে
বুঝতে হবে
আমরা আর মায়ের শাসনে নেই।
বড় হয়েছি।
কিন্তু বড় হয়নি আঁতুড়ঘর।

তাই অভিযোগ ঘুড়ি হয়ে ওড়ে
রাষ্ট্রের হাতে।

৫)

তোমার গুচ্ছ গুচ্ছ অভিযোগ
চোখের জলে রঙিন হলে
বুঝতে হবে তুমি বিরোধী।

তখন দিনলিপির পাতায় জন্ম নেয়না,
নতুন কোনও শিরোনাম।
শুধু ভাঁজ হয়ে যাওয়া শিরদাঁড়ায়
লেখা হয় নতুন তারিখ।

কবি অসীম মালিক 
শীতলপুর, আরামবাগ, হুগলী 




0 Comments