নক্ষত্রজন্ম ~ শুভ্রাশ্রী মাইতির কবিতা


নক্ষত্রজন্ম
শুভ্রাশ্রী মাইতি

সন্ধ্যার উঠোনে বসে গল্প শোনাতেন বাবা আমাদের, নক্ষত্রের
সেসব গল্পে আলোআঁধারি আকাশের গায়ে 
সহজিয়া শিকড়ের নরম জল-মাটি স্নেহে 
মাথা তুলে দাঁড়াত সনাতনী তপোবন ছায়া, পুরাণের...

সত্যের হোমাগ্নি জ্বেলে নিশ্চল সাধনায় বসতেন রাজপুত্র ধ্রুব
পাঁচটি ঝলমলে তারাসুন্দরী আলোর আঁচল দুলিয়ে কানাকানি করত
সুন্দরী ক্যাসিওপিয়ার গালভরা অহংকারের না-মুড়ানো নটেগাছকথা।
রাজকন্যা এন্ড্রোমিডার শিকলবাঁধা বন্দীত্বে টুপটাপ
বেদনজল ঝরাতো রাতের আকাশ...
সপ্তর্ষিমন্ডলের আলোময় ঋষিরা অনন্ত ছায়াপথ বেয়ে
হেঁটে আসতেন আমাদের গল্পের আসরে ধুলো পায়ে... 

অমনি রাতের আকাশটা কখন যেন হয়ে উঠত বোনের নিকষ কালো শ্লেট
বাবার আঙুলগুলো সাদা চকখড়ি হয়ে অন্ধকারের গায়ে
একে একে ফুটিয়ে তুলতো আলোয় ফেরার গল্পকথা
গল্প শুনতে শুনতে নক্ষত্রজন্ম হত আমাদের জোছনা মেখে...


কবি শুভ্রাশ্রী মাইতি
মহিষাদল, পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ




0 Comments