গেরস্থালি ~ অনুশ্রী যশের কবিতা


গেরস্থালি
অনুশ্রী যশ

তোমার বুকের ভেতর একটা গ্রাম আছে 
কান পেতে শুনি ... 
কারা যেন অনর্গল কথা বলে চলেছে
তাদের গেরস্থালির ঠুং ঠাং আওয়াজ 
বড্ড সংসারী করে তোলে আমায় । 

সারারাত ছলাৎ ছলাৎ জলকাটার শব্দ 
দেহাতি শ্যাওলায় ঢেকে গেছে 
খেজুর গাছের গুঁড়ি বাঁধা ঘাট 
তারই উপর কলমি লতার মতো নিঃশব্দ
 দুটি পায়ের পিছন পিছন নকশিকাঁথা আঁচল
নেমে গেল সিঁড়ি বেয়ে ... 

তোমার মুখের উপর... তোমার চোখের উপর 
তার হরিদ্রাভ আলো।

কবি অনুশ্রী যশ 
সুহারি, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ







4 Comments