গেরস্থালি
অনুশ্রী যশ
তোমার বুকের ভেতর একটা গ্রাম আছে
কান পেতে শুনি ...
কারা যেন অনর্গল কথা বলে চলেছে
তাদের গেরস্থালির ঠুং ঠাং আওয়াজ
বড্ড সংসারী করে তোলে আমায় ।
সারারাত ছলাৎ ছলাৎ জলকাটার শব্দ
দেহাতি শ্যাওলায় ঢেকে গেছে
খেজুর গাছের গুঁড়ি বাঁধা ঘাট
তারই উপর কলমি লতার মতো নিঃশব্দ
দুটি পায়ের পিছন পিছন নকশিকাঁথা আঁচল
নেমে গেল সিঁড়ি বেয়ে ...
তোমার মুখের উপর... তোমার চোখের উপর
তার হরিদ্রাভ আলো।
4 Comments
♥
উত্তরমুছুনঅসম্ভব সুন্দর কবিতা। 💕
উত্তরমুছুনঅনুশ্রীর কবিতা আলাদা মাপের, আমি সব সময় মুগ্ধ হই পড়ে।
উত্তরমুছুনভালো লাগল তনুশ্রীর কবিতা
উত্তরমুছুন