বন্দী বিড়াল
ইচ্ছেমতই লাফাই-ঝাঁপাই
ফড়িং ধরি বাবুমশাই ...
চার দেওয়ালে আটকে হাঁপাই,
ধরেছি মাছ-ও এককালে, তাই -
গাইছি আজ, এ হেন সাফাই ।
সকালে বিকেলে ভেদাভেদ নাই,
সারা দিন কোনো কাজ-কাম নাই,
বন্দীর প্রাণে, ভয়-ডর নাই,
অফিস-ফেরতা বাবুটির চাই,
এক কাপ চা, স্বাদু ফিস-ফ্রাই ।
আমার তো ভাই,
সে কপাল নাই !
বাবুটি বেরুলে,
সাথে সাথে যাই,
তেপান্তরের তাজা হাওয়া খাই ।
ঘাসেতে আমেজে লুটোপুটি খাই,
এ ধারে তাকাই,ও ধারে তাকাই,
আকাশ-পানে দু-থাবা বাড়াই,
মাঝে মাঝে ভাবি, করবো কি ট্রাই ?
আঁধারের বুকে সাদা চাঁদ-টাই !
কবি পরিচিতি : পেশায় স্কুল শিক্ষক, বিষয় বাংলা ভাষা ও সাহিত্য । গত দশ বছরে আনন্দবাজার পত্রিকা-সহ, বার্তা, পথ, দিগন্ত, দক্ষিণের জানালা ইত্যাদি বিভিন্ন পত্র-পত্রিকা ও ওয়েবজিনে প্রবন্ধ, কবিতা, গল্প, চলচ্চিত্র সমালোচনা প্রকাশিত হয়েছে । এছাড়াও 'শব্দের অভিযান' শীর্ষক কবিতা সংকলন প্রকাশিত হয়েছে ।
0 Comments