꩜ ২০২০ সালের কদমফুল ꩜






       ⍚ দিশারী মুখোপাধ্যায়🔹দক্ষিণ দিনাজপুর🔹



আমার বাড়ি থেকে তোমার বাড়ি পর্যন্ত 
এক মিটার দূরে দূরে 
কয়েক ট্রিলিয়ন কবিতা দাঁড়িয়ে আছে
আসবে বলে 

তাদের প্রত্যেকের মুখে মাস্ক
হাতে গ্লাভস 
আমি স্যানিটাইজার প্রস্তুত রেখেছি
ঢোকার দরজায়

আমার তোমার বাড়ির মাঝপথে
একটা কদম ফুলের গাছ আছে ,তার কথা
আমাদের পিতামহের আত্মজীবনীতেও উল্লেখ আছে

এবছরও ,দেরি না করেই ,জুনের এগারো তারিখেই
বর্ষা আসবে বলে খবর রয়েছে । কিন্তু
আগের মত ততটা কাছে আর আসবে কি

এরপরও অনেকের চিন্তাতেই রয়ে যাবে
তাহলে কবিতাগুলোর কী হবে

0 Comments