শ্রাবণী গুপ্ত'র কবিতা
প্রশ্ন
আমি কি তোমার কাছে চেয়েছি শুদ্ধতর আলো!
অথবা শোকের অজুহাতে গেছি কি নিবিড়ে নেমে
তত, যতটা গহীনে গেলে ভিন্নতর তোমায় জানা যায়,গাছের শিকড়ে নেমে যেভাবে নিজেকে চেনে
পুন্যবতী জল!
আমি কি তেমন করে আলেয়াপ্রবাহে দিয়েছি ভাসিয়ে, যেভাবে আলোররেখা ভেসে যায় অনন্তের টানে…
তবে কেন মানুষীর কাছে সমূহ অলীক কথা রাখো
তবে কেন লিখে যাও ব্যর্থতার এমনতর নাম!
1 Comments
শ্রাবণী গুপ্তার অসাধারণ একটি কবিতা পড়লাম ❗
উত্তরমুছুন