রঙ-মিস্ত্রি ~ পীযূষ কান্তি সরকারের অণুগল্প


পীযূষ কান্তি সরকারের অণুগল্প

রঙ-মিস্ত্রি

নির্মীয়মান ফ্ল্যাটবাড়ির তিনতলায় চলছে সুন্দর করে রঙ-মেলানোর কাজ। নিপুণহাতে কাজ চলছে ঘরে ঘরে। এই তিনতলা থেকেই পাশের মাল্টি-স্টোরিড বিল্ডিং-এর অফিসঘরের কাজকর্ম খুব সহজেই দেখা যায়। একটি ঘরে চলছে তথ্য-প্রযুক্তির কাজ। দু'জনের একজন টিফিন সারতে নিচে চলে গেল। দ্বিতীয়জনও দরজাটা টেনে দিয়ে বেরিয়ে গেল। একটু দূরেই সার দেওয়া টয়লেট -- সেদিকেই গেল সে।
     সচল হয়ে উঠল তিনতলার একজন রঙ-মিস্ত্রি। কাঁচা-পাকা গোঁফ-দাড়িতে সেই রঙ-মিস্ত্রিকে পঞ্চাশোর্ধ গোবেচারা মানুষ বলেই মনে হবে। আসলে সে ভয়ঙ্কর চুরি-ডাকাতির নায়ক ট্যাবলেট। রঙ আর তুলি ধরতে সে যেমন পটু
তেমনই দক্ষ ছোরা-ছুরি চালানোয়। ফোন করে সে বলে উঠল"এক কেজি মিহিদানা আর গজা নিয়ে ল্যাপ দিয়ে টপে যা। পাঁচমিনিটে চলে আসবি। টয়লেট পরিস্কার আছে।"
কাছাকাছি যারা ছিল তারা এ-কথার মানে বুঝতে পারল না অথচ কাজ হয়ে গেল। তার দুই শাগরেদ গজা আর মিহিদানা তিনতলার সেই অফিস-রুম থেকে বেরিয়ে এল একটা দামি ল্যাপটপ আর দু-দুটো মোবাইল ফোন নিয়ে। ঠিক তখনই মিসকলের রিং-টোনে ট্যাবলেটের নিপুণ তুলির টানে ঘরখানা রঙিন হয়ে উঠল।

লেখক পীযূষ কান্তি সরকার
কদমতলা, হাওড়া, পশ্চিমবঙ্গ



0 Comments