সকাল হাসে ~ তীর্থঙ্কর সুমিতের কবিতা


তীর্থঙ্কর সুমিতের কবিতা

সকাল হাসে

কথার পাহাড় জমতে জমতে
সৃষ্টি হয়  হারানোর রসদ
ভালোবাসার সমীকরণে
হারিয়ে যায় দৃষ্টির সাবেকিয়ানা
নদী পথে লিখে রাখা
বেদনা বাহার আজ
পথ ছেড়ে রাজপথে ---
একা একা নদী কাঁদে
ছায়াবৃত্তের অন্তরালে
তবুও সকাল হাসে
প্রতি ঘরের অন্ধকারে অন্ধকারে।

কবি তীর্থঙ্কর সুমিত
মানকুন্ডু, হুগলী, পশ্চিমবঙ্গ

0 Comments