তিনটি কবিতায় ~ মৃণালেন্দু দাশ


মৃণালেন্দু দাশের তিনটি কবিতা 

দোলন

তোমাকে ছুঁয়েছে ফড়িং আলগোছে, তার
পাখনা দুলছে হাওয়ায়
তুমিও দুলছ

দুজনের সে দোলন যেন সময়ের পেন্ডুলাম

কলঘরে জলের উল্লাস ফেণায় ভাসে জীবন

স্পর্শের অতীত

ছুঁয়েছি শরীর মাত্র, তোমাকে না। তুমি,
তার থেকে দূরে অনেক গভীরে স্পর্শের অতীত

আমার কারবার হাড়গোড় রক্তমাংস মাসমজ্জা অবধি
তারপরেও রয়েছে যে তার নাগাল তো পাইনে

এই না-পাওয়ার বেদন সতত খোঁড়ে অন্তর

নিপীড়িত চৈতন্য

বেরিয়ে পড়েছি অন্বেষণে নিজেকে সরিয়ে রেখে
জ্বেলেছি চকমকি পাথর আপন শরীরী হাড়গোড় দিয়ে

যে হাড়ের ভেতর অনেক কাঠিন্য ও কুটিলতা
কুলষিত আচ্ছন্ন শরীর

ভ্রুভঙ্গে নিপীড়িত চৈতন্য খসে পড়ছে বল্কল

কবি মৃণালেন্দু দাশ
কাঁচরাপাড়া, উত্তর ২৪ পরগণা, পশ্চিমবঙ্গ 




0 Comments